নাজিরপুরে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৯:৫৮

পিরোজপুরের নাজিরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার উপজেলার শেখমাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু পিরোজপুর জেলা জ্যেষ্ঠ জজ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪মে এডিপির আওতাধীন ২২লাখ টাকার একটি টেন্ডার শতকরা ১০ভাগ কম দরে মুন্না এন্টার প্রাইজের নামে ওই আওয়ামী লীগ নেতা দাখিল করেন। কিন্তু এলজিইডির উপজেলা প্রকৌশলী ওই টেন্ডার গ্রহণ না করে নিজে আর্থিক লাভবান হতে সরকারি ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করে অন্যকে কাজ পাইয়ে দেন। এ ছাড়া গত অর্থ বছরে মাটিভাঙ্গা বাজারের উত্তর পাশে পাকা ঘাট নির্মাণের জন্য এক লাখ ২০ হাজার টাকার টেন্ডার আহ্বান করে তা সম্পূর্ণ গোপন রেখে কোনো কাজ না করেই পুরো টাকাই আত্মসাত করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া এ সব অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম অনুযায়ী তিনি কার্যাদেশ না পাওয়ায় অন্য ঠিকাদার কার্যাদেশ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন। দায়েরকৃত মামলাটি আদালত দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, আলহাজ্ব আবুল বাশার, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফকে স্বাক্ষী করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :