নিজেকে সবসময় প্রস্তুত রাখতে চান সোহান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ২১:৪২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিয়মিত না খেললেও জাতীয় দলের লাইন আপেই আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়ে উঠছে না তার। তবে, তিনি নিজেকে সবসময় প্রস্তুত রাখতে চান যাতে সুযোগ আসলেই কাজে লাগাতে পারেন।

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে গত ১০ জুলাই মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। এই দুই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাতে আছেন নুরুল হাসান সোহান।

বুধবার গণমাধ্যমের সামনে কথা বলেন নুরুল হাসান সোহান। জানান তার লক্ষ্যের কথা। নুরুল হাসান সোহান বলেন, ‘আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুযোগ পাওয়া। সুযোগ তো যেকোনও সময় আসতে পারে। তাই চেষ্টা করি নিজেকে সবসময় পুরোপুরি প্রস্তুত রাখার। যাতে করে সুযোগ আসলেই তা কাজে লাগাতে পারি’।

তিনি আরও বলেন, ‘ব্যাটিং ও কিপিংয়ে আমার কিছু ত্রুটি আছে। ফিটনেসের পাশাপাশি এই বিষয় দুইটির প্রতি গুরুত্ব দিচ্ছি’।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন নুরুল হাসান সোহান। তবে, ম্যাচের সংখ্যা খুব বেশি নয়। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে একটি টেস্ট, দুইটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :