‘রাজধানীর বর্জ্যে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৭, ২২:২৯ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ২২:১৫

রাজধানীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয় তার অর্ধেক দিয়ে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে দৈনিক যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অর্ধেক থেকে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৬ হাজার থেকে ৭ হাজার মেট্রিক টনের মতো। উৎপাদিত এসব বর্জ্যের মাত্র অর্ধেক পরিমাণ বর্জ্য স্তুপিকরণ এলাকা বা ডাম্পিং সাইটে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব বর্জ্য দিয়ে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব।

সুষ্ঠু পরিবেশ সম্মত নগর গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় সরকার সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংসদে প্রতিমন্ত্রী জানান।

ঢাকাটাইমস/১২জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :