রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক চার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ২২:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার বেলা তিনটায় রূপগঞ্জ থানা মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

আটকরা হলেন, উপজেলার হোনাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সজিব হাসান, আওলাদ হোসেনের ছেলে পারভেজ মিয়া, মর্তুজাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিব ভুইয়া ও ভায়েলা ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রতন মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যে রাতে পুলিশ জানতে পারে হোনাব এলাকায় একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ হোনাব এলাকায় গিয়ে ডাকাতির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে ওই চার ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা, ৩টি চাইনিজ কোড়াল, ১টি চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই ইমরুল হোসেন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ডাকাত চক্রটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, হোনাব, আউখাব, গোলাকান্দাইলসহ আশ-পাশের এলাকা গুলোতে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ মুলক কর্মকান্ড ঘটিয়ে আসছিলো বলেও পুলিশের কাছে খবর অভিযোগ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাদল, জহিরুল, ইকবাল, দেলোয়ারসহ বাকিদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :