আলসে ইন্দোনেশিয়া, করিৎকর্মা হংকং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ০৯:০২

সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কতোটা পারদর্শী কিংবা কতো অলস সেটা দেখার জন্য এক গবেষণা চালান বিজ্ঞানীরা। স্মার্টফোন থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে মার্কিন বিজ্ঞানীরা দেখতে চেষ্টা করেছেন কোন দেশের লোক শারীরিকভাবে কতটা সক্রিয়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায়, ছয় কোটি ৮০ লাখ দিনের সমান মিনিট ধরে ধরে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গড়ে বিশ্বের মানুষ দিনে ৪৯৬১টি পদক্ষেপ নেয়। নেচার সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের মানুষ গড়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেয়। তারা দিনে ছয় হাজার ৮৮০বার পা ফেলে। তালিকায় একেবারে নিচে আছে ইন্দোনেশিয়া। সে দেশের মানুষ গড়ে দিনে মাত্র তিন হাজার ৫১৩টি পদক্ষেপ নেয়।

এই গবেষণা থেকে আরও নানা তথ্য পাওয়া গেছে, যা বিশ্বের বিভিন্ন দেশে ওবেসিটি বা স্থূলতার সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে। জাপানের মতো দেশ, যেখানে স্থূলতা বা সামাজিক বৈষম্যের সমস্যা কম সেখানে দেখা গেছে নারী ও পুরুষরা প্রায় সমান শারীরিক অনুশীলন করে।

কিন্তু যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের মতো দেশে যেখানে বৈষম্য বেশি, সেখানে মেয়েরা কম সময় শারীরিকভাবে সক্রিয় থাকে। গবেষণায় যুক্তরাষ্ট্রের ৬৯টি শহরে পায়ে হেঁটে কতটা চলা যায়, সেই পরীক্ষাও চালানো হয়েছে। দেখা গেছে, নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহর বেশ পথচারী-বান্ধব, সেখানে পায়ে হেঁটে অনেক কিছুই করা যায়। কিন্তু হিউস্টন বা মেমফিসের মতো শহরে গাড়ি ছাড়া কার্যত এক পা চলার জো নেই। স্বভাবতই যে সব শহরে হাঁটা তুলনামূলক সহজ, সেখানেই মানুষ বেশি হাঁটে বলে গবেষণায় দেখা গেছে।

গবেষণায় যুক্ত বিজ্ঞানী অধ্যাপক স্কট ডেলপ বলেন, মানুষের শারীরিক সক্রিয়তা নিয়ে আগের যেকোনো গবেষণার চেয়ে এটি হাজার গুণ বড়। স্বাস্থ্য নিয়ে আগেও বড় বড় জরিপ হয়েছে। কিন্তু নতুন গবেষণায় আগের চেয়ে বেশি দেশের বেশি মানুষের তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত হয়েছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আর্গাস অ্যাপ নামের একটি মুঠোফোন অ্যাপলিকেশন ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করেছেন। এই অ্যাপ মানুষের নিত্যদিনের কার্যক্রম, খাওয়াদাওয়া, ঘুম এবং হৃদ্‌যন্ত্রের গতি পরিমাপ করে সেই তথ্য ধারণ করে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোয়ান

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি সু চি 

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আরব আমিরাত, ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু  

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইইউ

এই বিভাগের সব খবর

শিরোনাম :