গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১০:৫২ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১০:১৬
ফাইল ছবি

রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের দুই ইন্টার্নি চিকিৎসককে মারধরের প্রতিবাদে গুলশান থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে দুই ইন্টার্নি চিকিৎসককে মারধর করেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে তারা থানার সামনে অবস্থান নিয়েছেন। কীজন্য তাদের মারধর করা হয়েছে বিষয়টি এখনো জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানার সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সিনথিনা। ঢাকাটাইমসকে তিনি বলেন, দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। খান নুরুল ইসলাম নামে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্ত করছেন। তিনিই এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারও বক্তব্য জানা যায়নি।

বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ২০০২ সালে অভিজাত এলাকা গুলশান-২ এর গ্রামীণফোন সেন্টারের বিপরীত পাশে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তেজগাঁও আসন থেকে তিনি বিএনপির হয়ে নির্বাচন করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :