‘স্টোকসের নির্দেশনায় খারাপ লেগেছিল কুকের’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১০:৩০

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক অ্যালেস্টার কুক। ইংল্যান্ড দলকে ৫৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে তার দল জয় পেয়েছে ২৪টিতে, হেরেছে ২২টিতে ও ড্র করেছে ১৩টিতে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

গত অক্টোবরে বাংলাদেশ সফরে ও নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে টেস্টে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের পর অধিনায়কত্ব ছেড়ে দেন অ্যালেস্টার কুক। তবে, খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। অধিনায়কত্ব ছেড়ে শুধু খেলোয়াড় হিসেবে খেলাটা যে অ্যালেস্টার কুকের জন্য খানিকটা কষ্টের সে কথাটা জানিয়েছেন তিনি।

টেস্টে বর্তমানে ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। আর সহ-অধিনায়ক বেন স্টোকস। কয়েকদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হয় জো রুটের। আর অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ম্যাচ খেলেনে অ্যালেস্টার কুক।

এই ম্যাচের পর অ্যালেস্টার কুক বলেছেন, ‘একটু খারাপ লেগেছিল তখন যখন বেন স্টোকস আমার ফিল্ডিং পজিশন পরিবর্তন করতে বলেছিল। তখনই আমি বুঝেছিলাম জীবনটা ভিন্ন। স্টোকস আমার জায়গায় জিমিকে আসতে বলেছিল। সে ভেবেছিল এই পজিশনে জিমি ভালো’।

তিনি আরও বলেন, ‘এর আগে আমি নিজে সিদ্ধান্ত নেয়ার ভূমিকা পালন করেছি। এমনকি যখন ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসলে অধিনায়ক হওয়াটা খুবই আলাদা ব্যাপার। আমি আমার দায়িত্ব পালনে সবকিছুই দিয়েছি’।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :