শরীয়তপুরে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৩:৫৩

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চররোসুন্দী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম দেলোয়ার সরদার। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। বুধবার সকালে আহত হওয়ার পর রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেলোয়ার সরদার ওই গ্রামের সালাম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার পশ্চিম চররোসুন্দী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রেজাউলের লোকজন দেলোয়ার সরদার, দুলাল সরদার ও তাদের ফুফাতো বোন পারভিনের ওপর হামলা চালায়। এ সময় তারা তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তিনজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

মরদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে শরীয়তপুরে তার নিজ গ্রামে দাফন করা হবে বলে জানান নিহতের পরিবার।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় দেলোয়ার সরদার নামে একজন নিহত হয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/এমআর