শিবিরের হাটে মিলল ১৯ কেজি গান পাউডার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:০১ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৪:৫৯

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির জন্য ব্যবহৃত ১৯ কেজি গান পাউডারসহ মিথুন নামে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। বুধবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

মোহাম্মদ মিঠুন সদর উপজেলার সূর্য নারায়ণপুরের শরিফুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবিরের হাট এলাকা থেকে মিথুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে ১৯ কেজি গান পাউডার জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মিথুন একজন বিস্ফোরক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। তাকে অনেকদিন থেকে নজরবন্দি করে রাখে র‌্যাব।

গান পাউডার উদ্ধারের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :