জামিন পেলেন গাজীপুরের ছয় কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:৪১ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৫:৪০

বাসে আগুন দেয়ার মামলায় কারাগারে পাঠানো বিএনপি সমর্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় ওয়ার্ড কাউন্সিলরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

ছয় কাউন্সিলরের হয়ে আদালতে জামিন আবেদন করেন আইনজীবী আবু হানিফ। সাংবাদিকদের তিনিই বিষয়টি নিশ্চিত করেছন।

জামিন পাওয়া ছয় কাউন্সিলর হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ২০ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৫৩ নম্বর ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক।

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে ওইদিনই মামলা করেন। মামলায় সিটি মেয়র এম এ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান তদন্তপূর্বক আরও তিনজন কাউন্সিলরসহ মোট ৫১ জনের নাম উল্লেখ করে ওই বছরের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। এ সময় তদন্তকারী কর্মকর্তা ঘটনায় সংশ্লিষ্ট না থাকায় আটজনের নাম বাদ দেন।

মামলায় চার্জশিটভুক্ত পলাতক আট কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক ছয় কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দুই আসামি সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :