শাওমির নতুন ব্র্যান্ড ‘ল্যানমি’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৬:১৩

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ‘ল্যানমি’ ব্র্যান্ড নেমে বাজারে নতুন ফোন আনছে। এটিই প্রথম শাওমির প্রথম সাব-ব্র্যান্ড। যদিও চীনের অনেক নামকরা অনেক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানেরই সাব-ব্র্যান্ড আছে। যেমন হুয়াওয়ের হনর, জেডটিইর নুবিয়া।

সম্প্রতি চীনের বাজারে গুঞ্জন উঠেছে শাওমি অফলাইন রিটেইল মার্কেটে নিজের দখল রাখতে চায়। আর এজন্যই সাব-ব্র্যান্ডের ফোন বাজার ছাড়বে।

উইবো গিজমোচায়নাকে উদ্ধৃতি করে পোস্টে জানিয়েছে, শাওমির সাব-ব্র্যান্ডের নাম ল্যানমি। যার অর্থ ব্লু রাইস।

শাওমির এই সাব-ব্র্যান্ডের প্রথম ফোনের নাম হবে ল্যানমি এক্স১। এই ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল।

এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হবে। ৪ জিবি কিংবা ৬ জিবি র‌্যামে এই ফোন পাওয়া যাবে। ফোনটির বিল্টইন মেমোরি হবে ৬৪ জিবি/১২৮ জিবির। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :