গোপালগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৬:৫৬

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির  তিন সদস্যকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মামলা দায়েরের পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে তাদের আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে রাত ১১টার দিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

তারা হলেন- আশরাফুল, দীন ইসলাম ও রাজা শেখ।

এলাকাবাসী ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শওকত হোসেন জানান, রাত ১১টার দিকে অজ্ঞান পার্টির তিন সদস্য সেভেন আপ পানীয়-এর সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে সদর উপজেলার খাগাইল গ্রামের আলামিন খানের বাড়ির লোকজনকে খাইয়ে অচেতন করে। বিষয়টি বাড়ির অন্য সদস্যরা টের পেয়ে তাদেরকে কৌশলে ঘরে আটকে রেখে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন এসে ওই জনকে  গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ইএস)