কাঠালবাড়ি-শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ছয় শতাধিক যান

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৭:০৪ | আপডেট: ১৩ জুলাই ২০১৭, ১৭:১৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ অচলবাস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অবস্থা বৃহস্পতিবারও দেখা যায়। দীর্ঘ যানবাহনের সারি এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। শিমুলিয়াঘাট এলাকায় দেখা যায়, ছোট বড় মিলিয়ে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে যেয়ে ফেরিগুলো আটকে যাচ্ছে। এছাড়া চ্যানেলের মুখে পদ্মা সেতু প্রকল্পের ব্যবহৃত ভাসমান পাম্প এবং ঘূর্ণায়মান স্রোতের কারণে ফেরিগুলো ঢোকার পথে বধাগ্রস্ত হচ্ছে। এদিকে নতুন চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে আগে যেখানে দুই ঘণ্টা সময় লাগত, সেখানে এখন লাগছে চার ঘণ্টা।

তিনি আরও বলেন, এই রুটে ১৭টি ফেরি থাকলে ১২টি ফেরি স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে।

ইতিমধ্যে আমরা বিআইডব্লিউটিএ এর পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তাদের পাম্পটি সরিয়ে নেওয়ার জন্য বলেছি।

¯্রােত কমে গেলে এ অবস্থা কেটে যাবে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ইএস)