সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের ১০ জন ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৮:২৪ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৮:০৮

সৌদি আরবের নাজরান প্রদেশে অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের মধ্যে ১০ জনই ভারতীয় শ্রমিক। বাকি একজন বাংলাদেশের নাগরিক। গতকাল বুধবার জানালাহীন যে বাড়িতে তারা থাকতেন, সেখানেই আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন ৬ জন। মর্মান্তিক এই ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে নাজরান শহরটা ইয়েমেনের সীমান্ত সংলগ্ন। নিহতদের প্রত্যেকেই দীর্ঘ দিন ধরে ওই নির্মাণাধীন বহুতল ভবনটির একটি ঘরে থাকতেন। গতকাল বুধবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে সেই ঘরেই দুর্ঘটনাটি ঘটে। সবাই তখন ঘুমিয়েছিলেন।

নাজরান ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।কারণ ঘরটিতে কোনও জানালা ছিল না। ফলে ধোঁয়ায় ভরে গিয়েছিল বহুতলটি। ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে ১১ জনের। আরও ছয়জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুরনো এসি থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকলকর্মীরা।

বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে সৌদির স্থানীয় কর্তৃপক্ষ। এ ধরনের বাড়ি ভাড়ায় দেয়া বন্ধ করারও পরামর্শ দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, ঘটনার পরই সৌদি আরবের ভারতীয় দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ নুর রহমান শেখ চিকিৎসকদের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। গোটা বিষয়টির ওপর নজর রাখছে ভারত সরকার। নাজরানের গভর্নরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নাজরানের গভর্নর প্রিন্স জেলুই বিন আবদেল আজিজ। একটি কমিটি গঠন করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :