ভৈরবের সাদেকপুর ইউপি উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর বিজয়

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ২০:০৭

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সরকার সাফায়েত উল্লাহ নৌকা প্রতীক নিয়ে বেসরাকারিভাবে জয়ী হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে ভোট পান ৪ হাজার ২ দুইশ। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হক ৩ হাজার ৫৯৭ ভোট পান।

আনন্দউৎসব পরিবেশে নয়টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে।

উপজেলা রির্টানিং অফিসার জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষকরণে গৃহীত নিরাপত্তার বলয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নয় কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ ১ প্লাটুন বিজিপি, ১ প্লাটুন র‌্যাব, স্পেশাল এপিডিয়ান ২ প্লাটুন ফোর্স ও অগনিত পুলিশ, আনসার ও বিডিপি মোতায়েন করা হয় ও নয়টি সেন্টারে নয়জন প্রিজাইটিং অফিসার ও ৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১১ মার্চ সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আবু বক্কর ছিদ্দিকের বার্ধক্যজনিত মৃত্যুতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

(ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :