খাদ্যে ভেজালরোধে সেনা অথবা র‌্যাব চান রওশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ২০:৫৫
ফাইল ছবি

খাদ্যে ভেজাল রোধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। সেটা সম্ভব না হলেও র‌্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখার সময় রওশন এ কথা বলেন। রওশন এ সময় চিকুনগুনিয়ার বিস্তার, জলাবদ্ধতা, বেকার সমস্যা, মাদকের বিস্তারসহ নানা বিষয়ে কথা বলেন। এর মধ্যে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন খাদ্যে ভেজাল প্রসঙ্গ।

ভেজালবিরোধী অভিযান জোরদার করতে আহবান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন বলেন, ‘আপনি সোনার বাংলা গড়তে চাচ্ছেন; আপনি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাচ্ছেন। আমাদের নতুন প্রজন্মের পেটে যদি ভেজাল খাদ্য যায় তাহলে সেতো ভালভাবে বাঁচতে পারবে না, লেখাপড়া শিখতে পারবে না। ২০৪০ সালে কীভাবে আপনি (প্রধানমন্ত্রী) এগুলোকে বাস্তবায়িত করবেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি ছাড়া এটা কেউ করতে পারবে না। আপনি যদি আর্মিকে দায়িত্ব না দেন তাহলে র‌্যাবকে দিয়ে দেন। এটা কিন্তু জনগণের মত। আপনি একটু দেখবেন। গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আইনের প্রয়োগ ছাড়া ভেজাল প্রতিরোধ করা যাবে না।’

এক জনের লেখা তুলে ধরে রওশন বলেন, পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে, মানুষ ভেজাল খেতে খেতে মানুষ এখন বিষ প্রতিরোধী হয়ে গেছে। সাপে কামড় দিলে এখন মানুষ নয়, সাপই মরে যাবে।

রওশন বলেন, ‘চট্টগ্রাম বন্দরে ঢুকছে বিষাক্ত খাবার লবণ। আপনি কি চিন্তা করতে পারছেন? লবণের মধ্যে বিষ দিচ্ছে। যেগুলো ট্যানারিতে, ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার হয় সেগুলো খাওয়ানো হচ্ছে মানুষকে।’

দেশে এখনও অপুষ্টির সমস্যা প্রকট বলে মনে করেন বিরোধীদলীয় নেতা। বলেন, ‘২ কোটি ৬০ লাখ মানুষ লোক অপুষ্টিতে ভোগছে। আমাদের দেশে ভাত আছে পর্যাপ্ত। কিন্তু অন্য কিছুর অভাব রয়েছে। মাছ, মাংস, শাক সবজির অভাব রয়েছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাছ, মাংস ও শাক সবজি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়।’

রাজধানীতে চিকুনগুনিয়ার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেয়ারও তাগিদ দেন রওশন। বলেন, ‘ঢাকায় হাজার হাজার চিকুনগুনিয়ার রোগী। এর আগে এই রোগটির বিষয়ে আগে জানা যায়নি। এটার কোনো প্রতিশেধোক নেই, টিকা দেয়ার ব্যবস্থা নেই। কাজেই একমাত্র কাজ হলো মানুষকে সচেতন করা। মানুষকে যদি সচেতন করতে পারি তাহলে এটা থেকে আমরা বাঁচতে পারি। ঢাকার মেয়রদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যমন্ত্রীরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে।’

প্রায় ৩০টি জেলায় বন্যা হয়েছে জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘৬ লাখ মানুষ বন্যাতে কষ্ট পাচ্ছে। আমার মনে হয়, ত্রাণ সামগ্রী অপ্রতুল। এতো মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়ানো সম্ভব হয়, তারপরও তাদেরকে ত্রাণ দিতে হবে। তবে ত্রাণ সমগ্রী যদি ঠিকভাবে বণ্টন করা গেলে ভাল হয়। দুঃস্থ্ মানুষকে যদি দেখে দেখে দেয়া যায় তাহলে ভাল হয়।’

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও বর্জ্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান রওশন। তিনি বলেন, ‘আটটি বিভাগের হাইকোর্টের আটটি বেঞ্চ দিয়ে দেন। অনেকাংশে ঢাকার উপর চাপ কমে যাবে।’

জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে জাতীয় পার্টির নেতা বলেন, ‘জনসংখ্যা এতো বাড়ছে যে, প্রায় সাড়ে ১৬ কোটি লোক আমাদের দেশে রয়েছে। ২০৫০ সালে আমাদের দেশে লোক হবে ২০ কোটি ৫০ লাখ। এখনই রাস্তা, ঘাট, বাড়ি ঘর করাতে কৃষি জমি কমে যাচেছ। ২০৫০ সালে এতো লোক থাকবে কোথায়, খাবে কি?’।

বেকার সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদও দেন রওশন। বলেন, ‘আমাদের যদি নতুন প্রজন্ম কোনো কাজ না পায় তাহলে তারা তো বিপথে যাবেই। প্রতি বছর ২৫ থেকে ২৮ লাখ নতুন প্রজন্ম পড়া লেখা শেষ করছে। যদি তারা কর্মজীবনে প্রবেশ করছে। নতুন প্রজন্ম ইয়াবা খাচ্ছে, মাদক খাচ্ছে। সারা বাংলাদেশ মাদকে ছেয়ে গেছে। রাজধানীতে ১৩-১৪টি জায়গায় ইয়াবা বিক্রি হচ্ছে। সেগুলো কিন্তু প্রভাবশালীরাই করছে।’

বেকার সমস্যা সমাধানে উপজেলায় পর্যায়ে শিল্পকারখানা আহ্বান জানান রওশদ। সেই সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আহবান জানান তিনি। বলেন, ‘চাকরিতে প্রবেশের সময় বাড়ছে না, বাড়ছে পড়ালেখার সময়; বাড়ছে বেকারত্ব। বয়সসীমা একটু বাড়ানো যেত তাহলে অনেকগুলো ছেলে জীবন বেঁচে যেত।’

হাসপাতালেঅনেক যন্ত্রপাতি পরে আছে, তা ব্যবহার হচ্ছে না জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রোগীরা সেবা পাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী এসব পরীক্ষা করে দেখতে পারেন।’

ঢাকাটাইমস/১৩জুলাই/এমবি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :