ফরিদপুরে বিপদসীমার উপরে পদ্মা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ১৪:২৪

উত্তরের পরে এবার পানি প্রবেশ করেছে দেশের মধ্যাঞ্চলে। শুক্রবার থেকে বন্যার পানি ধাক্কা দিয়েছে ফরিদপুর ও রাজবাড়ীর নিম্নাঞ্চলে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে পেয়ে এখন এখন ৮.৬৯ সেন্টিমিটারে রয়েছে- যা বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফলে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে পদ্মার পানি ১২ থেকে ১৫ সেন্টিমিটার হারে বেড়েই চলেছে।

তিনি বলেন, দেশের উত্তর অঞ্চলের পরে এবার মধ্যে অঞ্চলের ওই পানি প্রবেশ করতে শুরু করেছে। এ কারণে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার উপরে চলে গেছে।

তিনি জানান, জেলার সদর, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করতে শুরু করেছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান জানান, এবারের পদ্মার পানি অল্প সময়ের মধ্যে বেড়ে গেছে, চরাঞ্চলের অনেকেই নিরাপদ স্থানে বাড়ি-ঘর সরাতে পারেনি।

তিনি জানান, যেভাবে পানি বাড়ছে তাতে দুই-একদিনের মধ্যে আমার ইউপির অধিকাংশ জায়গা তলিয়ে যাবে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, জেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আমরা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সব সময় প্রস্তুত এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের কোনো ঘাটতি থাকবে না।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :