ফ্রান্স প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের নিবন্ধন চলছে

মাসুদুল হাসান রনি, প্যারিস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪০

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে দেশটিতে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা এখনো নাম তালিকাভুক্ত করেননি তাদের নাম ও তথ্যাবলী নিবন্ধনের আহ্বান করা হয়েছে। দূতাবাসের কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরি হযরত আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, যে সকল প্রবাসী, মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য ইতোপূর্বে অনলাইনে আবেদন করতে পারেননি শুধুমাত্র তাঁরা আগামী ৩১ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে সংযুক্তপত্র ও ফরম অনুযায়ী বাংলাদেশ দূতাবাস, প্যারিসে অফিস চলাকালীন আবেদনপত্র জমা দিতে পারবেন ।

সংযুক্তপত্র ও ফরম দূতাবাসের নোটিস বোর্ড/ ওয়েবসাইট/ ফেসবুকে ইতোপূর্বে দেয়া হয়েছে’।

এ সংবাদে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মাঝে নাম নিবন্ধনে উতসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :