আলুটিলা ট্রাজেডি: ক্ষতিগ্রস্তদের সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ১৯:৫৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলায় ট্রাজেডিতে নিহত ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তহবিল সংগ্রহ কমিটির সভাপতি চাইথো অং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নয়ন ময় ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগো মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরীসহ আহত ও নিহত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে তহবিলের সংগৃহিত অর্থের পরিমাণ, নিহত ও আহতদের জন্য ব্যয় এবং স্থিতি সম্পর্কে প্রতিবেদন পেশ করা হয়।

জানা গেছে, এ ট্রাজেডিতে বিভিন্ন সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৯৭ হাজার ১৪ টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়। এর মধ্যে ব্যয় হয় ১৬ লাখ ৭৫ হাজার ১৪ টাকা।

অব্যায়িত অর্থ নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া অনুষ্ঠান চলাকালে একটি বেপরোয়া ট্রাক চাপা দিলে একই পরিবারের তিনজনসহ আটজন নিহত ও ১০ আহত হন।

আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :