অপহরণের চার দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ২০:০০

অপহরণের চার দিন পর গাজীপুরের বাদে কলেমেশ্বর এলাকা থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে আটক করেছে।

নিহত বীথি আক্তার শরীয়তপুরের জাঝিরা থানার নড়ীয়াবাজার এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেনের একমাত্র মেয়ে এবং স্থানীয় হাসেন আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত বিথীর মা তার বাবা ধলু সরদারের সঙ্গে বাদে কলেমেশ্বর এলাকার দুলাল মিয়ার ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। গত সোমবার বিকালে বীথি খেলতে বাসা থেকে নিচে নেমে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এক পর্যায়ে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা বিথীর নানার কাছে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করেন। নিখোঁজের পরদিন এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার নিচ তলার পেছনের দিকে টয়লেটের সানসেটে একটি বস্তা দেখে এবং দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে সেখান থেকে পুলিশ বীথির অর্ধগলিত লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানার এসআই সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের মাথা ও দেহের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আট জনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :