বন্যায় একটি মানুষও না খেয়ে মরবে না: ত্রাণমন্ত্রী

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ২০:৪৫

দুর্যোগ ব্যবষ্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছে, যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত। এ যাবত আমরা সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বন্যায় একটি মানুষও না খেয়ে মরবে না। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও সব ধরনের প্রস্তুতি রয়েছে।

তিনি শুক্রবার বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশাসনের পাশপাশি দলীয় নেতাকর্মী ও স্বাধীনতার পক্ষের সকল মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করলে তাদের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে।

সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে, তা বন্যাকবলিত মানুষের মাঝে দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেয়ার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, ত্রাণ নিয়ে কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে।

জেলা প্রশসাক আহমেদ কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করি হীরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :