মিসরে বাংলাদেশির কারখানায় আগুনে নিহত ৩

মিসর থেকে, ইউ.এইচ.খান
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ২৩:০২
ছবি: মাহমুদুল হাসান।

মিসরের রাজধানী কায়রোয় বাংলাদেশি মালিকানাধীন একটি সোয়েটার কারখানায় আগুন লেগে বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় মার্গ এলাকার খানকা নামক স্থানে বাচ্চু নামের এক বাংলাদেশির কারখানায় এ আগুন লাগে। বাচ্চুর বাড়ি ফরিদপুরে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসে। তারা দেয়াল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে ধোঁয়ায় শ্বাসবন্ধ হয়ে মারা যান মানিকগঞ্জের পীর সাহেবের নাতিন জামাই হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।

তিনি ঢাকার মিরপুর সাড়ে এগারতে অবস্থিত একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

এদিকে অনেকে অভিযোগ করেছেন, মেইন গেট বাইরে থেকে বন্ধ করে মালিক বাচ্চু চাবি বাসায় নিয়ে গিয়েছিলেন। তাই নিহতরা বের হতে পারেনি। আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে মিসরীয় পুলিশ কারখানার মালিক বাচ্চুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফলে এ বিষয়ে মালিক বাচ্চুর কাছ থেকে কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :