পাবনায় বিনামূল্যে শিশুদের সাঁতার শেখাচ্ছেন তরুণরা

খাইরুল ইসলাম বাসিদ, পাবনা
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ০০:০৮ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ২৩:৫৯

দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শহরের বাসা বাড়ির আশেপাশে ও গ্রামের খাল বিল পুকুর পানিতে পরিপূর্ণ থাকে। এসময়ে বাচ্চারা পানিতে খেলার ছলে কিংবা গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে ডুবে মারা যায়।

জীবন রক্ষার্থে প্রতিটি মানুষের সাঁতার জানা আবশ্যক হলেও চাটমোহর সদরসহ এর আশপাশ এলাকায় উপযুক্ত জলাশয় না থাকায় এখানকার মানুষ বঞ্চিত হচ্ছেন সাঁতার শেখা থেকে। ফলে প্রায় ৬০ শতাংশ ছেলে মেয়ে সাঁতার শিখতে পারছে না। প্রায়শই ঘটছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। সম্প্রতি চাটমোহরে পানিতে ডুবে এক কিশোরের করুণ মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে চাটমোহরের অনলাইন সামাজিক সংগঠনের তরুণদের।

পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ কল্পে অনলাইন সামাজিক সংগঠন “চেতনায় চাটমোহর” নামক একটি ফেসবুক গ্রুপ বিনামূল্যে শিশুদের সাঁতার শেখানোর ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদুনগর এলাকায় অবস্থিত হানুফা এগ্রোফার্মের পুকুরে তারা সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই মোট ১১০ জন শিশু সাঁতার প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণে সার্বিক সহায়তা করছেন চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

উদ্বোধন কালে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, হানুফা এগ্রোফার্মের সত্ত্বাধিকারী ডা. মো. আব্দুল জলিল, চাটমোহর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম রোকেয়া আজাদ, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জিয়ারুল হক সেন্টু, সাংবাদিক, চেতনায় চাটমোহর গ্রুপের সদস্য, সুশিল সমাজের একাংশ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিপুল সংখ্যক অভিভাবকেরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, কয়েকদিন আগে চাটমোহরে পানিতে ডুবে থানার পুলিশ কর্মকর্তা তৌরিদুল ইসলামের ছেলে তপু (১১) এর মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে অসংখ্য তপুর মৃত্যু এড়াতে আমরা বিনা মূল্যে সাঁতার শেখানোর এ উদ্যোগ গ্রহণ করি। দেশের অন্যান্য এলাকার মানুষ চেতনায় চাটমোহরের এ উদ্যোগ দেখে স্ব-স্ব এলাকায় বিনামূল্যে সাঁতার শেখানোর ব্যবস্থা গ্রহণ করলে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা কিছুটা হলেও কমবে বলে আমরা বিশ্বাস করি। আগামীতে এ সংগঠনের উদ্যোগে চাটমোহরে আরো অনেক গঠনমূলক ও জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করা হবে জানান তারা।।

(ঢাকাটাইমস/১৪জুলাই/ প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :