১৫ বছর পর সৌরভের ট্রেন ভ্রমণ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১০:৪৯ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১০:১৮
ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ভারতের বালুরঘাটে বসছে সৌরভ গাঙ্গুলির ফাইবারের মূর্তি। আগামী বৃহস্পতিবার নিজের মূর্তি উদ্বোধন করতে ট্রেনে চেপে বালুরঘাটে যাবেন সৌরভ। যেটা হবে দীর্ঘ ১৫ বছর পর সাবেক ভারতীয় কাপ্তানের ট্রেন ভ্রমণ।

এর আগে এমন খবরের শিরোনামে নাম লেখান মহেন্দ্র সিং ধোনি। ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে চার মাস আগে ট্রেনে ছড়েছিলেন তিনি। অবশ্য সেটা ছিল ১৩ বছর পর মাহির ট্রেন সফর। সেদিন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে দেখতে হাওড়া স্টেশন লোকে লোকারণ্য।

সেদিন সবার অজান্তে শিয়ালদহ স্টেশন থেকে বালুরঘাটের ট্রেনে চেপে বসেন সৌরভও। ভিড় ঠেলে ট্রেনে চেপে চরম দুর্ভোগের মুখে পড়েন তিনি৷ চার্ট অনুযায়ী সৌরভের জন্য বরাদ্দ জায়গায় তখন বসে রয়েছেন অন্য যাত্রী৷ তাকে বোঝানো হলেও লাভ না হওয়ায় টিটি’র ডাক পড়ে৷ ট্রেন ছাড়তে দেরী থাকায় সৌরভ নিজেই পাশের বগিতে গিয়ে বসেন৷

এদিকে নিজের মূর্তি উদ্বোধনের পর বালুরঘাট স্টেডিয়ামে সংবর্ধনা জানানো হবে সৌরভকে। জেলা ক্রীড়া সংস্থা সৌরভের জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছে। দাদাকে স্বাগত জানাতে নানা রঙে সেজেছে বালুরঘাট শহর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা৷

উচ্ছ্বসিত সৌরভও৷ ‘বৃহস্পতিবার আমি থাকছি বালুরঘাটে, আপনারাও থাকছেন তো?’ বিশ্বের অন্যান্য দেশে ক্রিকেট কিংবদন্তিদের মূর্তি থাকলেও ভারতে নেই৷ এবারই প্রথম সৌরভের মূর্তি বসানো হচ্ছে। বাঙালির গর্ব বলেই সৌরভ গাঙ্গুলির মূর্তি বসাচ্ছে তারা জানালেন বালুরঘাটের ক্রীড়া সংস্থার সচিব গৌতম গোস্বামী।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :