বিশ্বের সবচেয়ে ছোট ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১০:৪৭

বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট ফোন। এটি ইলারি ন্যানো ফোন। মডেল ন্যানোফোন সি। এটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। জিএসএম নেটওয়ার্ক সমৃদ্ধ এই ফোনটি স্মাটফোন নয়, এটি ফিচার ফোন।

ভারতের ই-কমার্স প্লাটফর্ম ইয়েরা ডটকমে ফোনটি পাওয়া যাচ্ছে। এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।

ইয়েরা ডটকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি এন্ট্রি স্মার্ট মোবাইল ফোন। এর আকৃতি ক্রেডিট কার্ডের সমান। এই ফোনটির পুরুত্ব ৩৫.৮x৯৪.৪x৬ মিলিমিটার। এটি ১.৪ ইঞ্চি পুরু। উচ্চতায় ৩.৭১ ইঞ্চি। পুরুত্ব ০.২ ইঞ্চি। ফোনটির ওজন ৩০ গ্রাম।

অ্যালুমিনিয়াম কেসিংয়ের এই ফোনটিতে সিলিকন কিপ্যাড ব্যবহার করা হয়েছে। এতে টিএফটি ডিসপ্লে রয়েছে। ফোনটিতে মাইক্রোসিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে।

ফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে এমপিথ্রি প্লেয়ার, এফ এম রেডিও এবং অ্যালার্ম। এতে ভয়েস রেকর্ডারও আছে। আরও আছে ব্লুটুথ কানেকটিভিটি। এটি অ্যানড্রয়েড কিংবা আইওএস ডিভাইসের সঙ্গে পেয়ার করে ফোন, বার্তা আদান-প্রদান করা যাবে।

ফোনটিতে ১০০০ ফোনবুক কন্ট্রাক্টস রাখা যাবে। এর ব্যাটারি লাইফ চারদিনের। টকটাইম পাওয়া যাবে চারঘণ্টা। এতে ইউএসবি পোর্ট ব্যবহারের সুযোগ রয়েছে।

ভারতের বাজারে ফোনটির মূল্য ৩৯৪০ রুপি।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :