ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১১:৪১ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১১:১৫

দেশের উত্তর অঞ্চলের পানি কমতে শুরু করলেও বাড়ছে মধ্যে অঞ্চলে নদ-নদীর পানি। ফলে গত কয়েক দিন ধরে ফরিদপুরের নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৬ সে.মিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও মধুমতি নদীতে পানি বিপদসীমার ওপরে রয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

তিনি বলেন, দেশের উত্তর অঞ্চলের পানি নেমে যাওয়ায় মধ্যে অঞ্চলে ওই পানি আসতে শুরু করেছে। এই কারণে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার উপরে রয়েছে।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল জানান, আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত। এ কারণে এখন চার দিকেই পানি প্রবেশ করেছে। তিনি বলেন, মানুষের প্রাণহানির ঘটনা না ঘটলেও জীবন যাত্রায় ব্যাপক সমস্যায় পড়ছে এ ইউপির মানুষ।

মিলন পাল বলেন, পানির কারণে ধানের বীজ তলা অধিকাংশই তলিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :