ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৫:২৩ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৫:১৭

পাবনার মুলাডুলি রেলস্টেশনে খুলনা থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনা থেকে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মুলাডুলি স্টেশনের কাছাকাছি যাওয়ার আগেই ট্রেনটির ইঞ্জিন, পাওয়ার কার, একটি কোচসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :