পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৬:৫২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসদরের পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালক একেএম দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ও পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ প্রমুখ।

খেলায় বালক বিভাগে কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্ডিপাশা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয় দফার ট্রাইবেকারে ১-০ গোলে চালিয়াগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাহরামখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :