‘মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৬:৫৮

গত বছর খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে। দলটির অধিনায়কও ছিলেন মুশফিক। কিন্তু তারকা ক্রিকেটারে ঠাঁসা দল হয়েও ফল একবারেই বাজে। যে কারণে মুশফিককে এবার দলে না রাখার ঘোষনা দেয় বরিশাল বুলস। কিন্তু তাতে সমস্য হতো না। মুশফিককে নিয়ে একটু বেশিই যেন নেতিবাচক কথা বলে ফেলেন বুলসের অন্যতম মালিক এম এ আউয়াল চৌধুরী। আর তাতেই বরিশাল বুলসের উপর চটেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক স্পষ্ট করে জানিয়ে দিযেছেন, মুশফিককে নিয়ে করা মন্তব্যের জন্য প্রয়োজনে বরিশাল বুলসকে ক্ষমা চাইতে হবে।

শনিবার তিনি মুশফিককে পাশে নিয়ে সাংবাদিকদের বলেন,‘মুশফিকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার প্রমাণ দিতে হবে আউয়াল চৌধুরীকে। এ ব্যাপারে কোনোরকম ছাড় দেওয়া হবে না। যে অভিযোগ করা হয়েছে তা প্রমাণ করতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রয়োজেনে মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে বুরিশাল বুলসকে।’

এর আগে মুশফিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বহীনতার অভিযোগ আনেন বুলসের অন্যতম মালিক আউয়াল চৌধুরী। এসব কারণে এবার মুশফিককে দলে না রাখার কথা জানিয়ে তিনি বলেন,‘ এবার আমরা মুশফিককে চাই না। কারণ তিনি কিছুটা এলোমেলো। তাছাড়া তিনি গত বছর আমাদের ফ্রাঞ্চাইজি নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। আমরা তা বোর্ডকে জানিয়েছিলামও। আগের বছর সিলেট রয়েলসের হয়ে একই কাণ্ড করেছেন তিনি। তার কাছ থেকে এমনটা আশা করা যায় না।’

বুরিশাল না রাখলেও এরই মধ্যে দল ঠিক করে ফেলেছেন মুশফিক। এবার মুশফিকের দল রাজশাহী কিংস। বিপিএলের প্রথম আসরে রাজশাহীর হয়েই খেলেছিলেন মুশফিক।

(ঢাকাটাইমস/১৫জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :