দেশের বাজারে আসছে টেকনো মোবাইল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৭:১৯ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৭:১১

দেশের বাজারে আসছে হংকং ভিত্তিক মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টোকনো মোবাইল। দেশে টেকনো মোবাইলের হ্যান্ডসেট পরিবেশন করবে ট্রানশান বাংলাদেশ লিমিটেড।

১৭ জুলাই সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকতার মাধ্যমে টেকনো মোবাইলের বাংলাদেশে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হবে।

টেকনো মোবাইলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রানশান হোলিংস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হক।

২০০৬ সালে আন্তর্জাতিক বাজারে টেকনো মোবাইলের যাত্রা শুরু হয়। প্রতিবেশি দেশ ভারতে টেকনো মোবাইল আইটেল নামে একটি সাব-ব্র্যান্ডের ফোন বিক্রি করছে।

বিশ্বের ৫৮ টি দেশে টেকনো মোবাইলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী দাম ও টেকসই মডেলের কারণে টেকনো আফ্রিকায় বেশ বড় একটি বাজার দখল করে আছে। দেশটির ২৩ দশমিক ৭৮ শতাংশ হ্যান্ডসেট বাজার এই ব্র্যান্ডের দখলে রয়েছে।

বর্তমানে টেকনো মোবাইলের বেশ কয়েকটি মডেল আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে টেকনো মোবাইলের আইথ্রি, আই সেভেন, সি এক্স এয়ার, ডব্লিউ থ্রি ও ডব্লিউ ফোর এই ৫ মডেলের হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে। এই ফোনগুলো দাম হবে ছয় হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা