খালেদা যত ফর্মুলাই দিন লাভ নেই: হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৮:০৯ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৭:৩৮

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেত্রী যত ফর্মুলাই দেন কোনো লাভ নেই। বিএনপি নির্বাচনে আসতেই হবে। আর সে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এর বাইরে কোনো কিছু চিন্তা করে লাভ নেই।’

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের শিশু পার্কে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। তাই যত সন্ত্রাসী কর্মকাণ্ড করুক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। তাদের বিচার শুরু হয়েছে। আর বাংলার মাটিতে বিচার হবেই হবে।’

হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, আমরা চাই তিনি যেন চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। কিন্তু যখনই তিনি বিদেশে গিয়েছেন দেশে এসে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এবার যেন তা না হয়। বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে না। মানুষের কাছে আসুন। অতীতে যেভাবে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করছে, ষড়যন্ত্র করলে আগামীতেও একইভাবে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’

এছাড়া বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন খুলে লুটপাট করেছে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’ এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান হানিফ।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারনুর রশিদ, যুবলীগ নেত্রী নাজমা আক্তার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষ্মীপুর-১ আসনের এমপি লায়ন এমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সিনিয়র-সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আলাউদ্দিন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খাঁন, রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :