পাবনায় ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ১৯:২০
ফাইল ছবি

পাবনার মুলাডুলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিলিট ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, শনিবার দেড়টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সাথে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।

স্টেশন মাস্টার বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো। কতক্ষণ লাগবে তা বলতে পারছি না।’

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, রাজশাহী থেকে বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :