বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ২০:৩৯

ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় অবৈধভাবে গরু আনার সময় এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের নিকট দিয়ে অবৈধভাবে গরু আনার সময় চ্যাংরাবান্ধা ৬১ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা বাংলাদেশি গরু ব্যবসায়ী মুগলিবাড়ী গ্রামের রাজ্জাক হোসেনকে আটক করে।

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বুড়িমারী ক্যাম্প সুবেদার জাকির হোসেন জানান, বাংলাদেশ গরু ব্যবসায়ীকে বিএসএফ নিয়ে গেছে এরকম কোনো খবর আমাদের জানা নেই।

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোরশেদ ঢাকাটাইমসকে জানান, রাতে বাংলাদেশি ওই গরু ব্যবসায়ীকে ভারতের ভেতরে বিএসএফ হাতেনাতে আটক করেছে।

তার নিকট বাংলাদেশি সতের হাজার টাকাও পেয়েছে এবং শনিবার সকালে বুড়িমারী জিরো পয়েন্টে বিজিবি- বিএসএফ এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএসএফ আটক বাংলাদেশিকে অনুপ্রবেশ ও চোরাচালান মামলায় মেকলিগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে জানায়।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :