এবার ফরিদপুরে বসতঘরে ৩৫টি গোখরা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২১:১৬ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ২১:১২
ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের গোপালপুর রোডের বাজার সংলগ্ন এক ব্যবসায়ীর বসতঘরে ৩৫টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে।

গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিনে মোট ৩৫টি সাপ ও বাচ্চা পাওয়ার পর স্থানীয়রা সেগুলো পিটিয়ে মেরে ফেলেছেন।

বেশ কয়েকদিন ধরেই রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোকালয় ও বসতঘরে বিষধর গোখরা সাপ পাওয়া যাচ্ছে। এ ধারাবাহিকতায় ফরিদপুরে সর্বশেষ সাপ পাওয়ার খবর এলো।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ জানান, গোপালপুর রোডের বাজার সংলগ মালোপাড়ার নীল রতন বিশ্বাস মাটির মেঝের ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করেন। গত বৃস্পতিবার সকালে তার বসত ঘরে প্রথমে একটি তিন হাত লম্বা গোখরা সাপ দেখে সেটি পিটিয়ে মেরা ফেলা হয়। এর কিছুক্ষণ পরে ওই ঘরে আরও তিনটি সাপের বাচ্চা পাওয়া যায়। সেগুলোকেও তারা পিটিয়ে মেরে ফেলেন।

পরে নীলরতন বিশ্বাস ঘটনাটি এলাকাবাসীকে জানান। বিষয়টি জেনে এলাকার লোকজন গতকাল শুক্রবার নীলরতন বিশ্বাসের ঘরের মেঝে খুঁড়ে ফেলেন। এর পর সেখান থেকে হাত খানেক লম্বা ৩১টি সাপের বাচ্চা ও ৭-৮টি ডিম পেয়ে সেগুলোকে পিটিয়ে মেরে ফেলেন।

আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মো.পারভেজ চৌধুরী বলেন, বিষয়টি আমরা শনিবার জানতে পেরেছি। যেহেতু সাপগুলো মেরে ফেলা হয়েছে, সে কারণে কিছু করতে পারিনি। তবে এভাবে কোনো প্রাণীকে মেরে ফেলা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :