‘অনুভূতিতে সন্ধান’ কবিতা সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৭, ২২:১১

জমকালো আয়োজন ও হলভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ‘অনুভূতিতে সন্ধান’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আবৃত্তির এই অনুষ্ঠান হয়।

নতুন প্রজন্মের অনুভূতিকে তার পরিচয়ের সঙ্গে সন্ধান করিয়ে দেয়ার এই আয়োজনে আবৃত্তি সন্ধ্যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী সময়ে যেসব কবিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত হয়েছে, পাশাপাশি কিছু অন্য-প্রসঙ্গের কবিতাও পাঠ করা হয়।

কবি নির্মলেন্দু গুণ, আবুল হাসান, সৈয়দ শামসুল হক, সৈয়দ সামসুর রাহমান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আসাদ চৌধুরীসহ আরও অনেক কবির ২৫টি কবিতা আবৃত্তি করা হয়।

একঘণ্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানে আব্দুল্লাহ আল হাদী, সামছুজ্জামান বাবু, ইফতেখায়রুল ইসলাম, জি এম রাকিবুল ইসলাম, মিজানুর রহমান কবিতা পাঠ করেন। (ঢাকাটাইমস/১৫জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :