‘মা আমাকে বাড়ি নিয়ে যাও’

রেজাউল করিম, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১১:৩৫

টাঙ্গাইলে ১০ বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে তার নাম বলেছে ইলিয়াস। মায়ের সঙ্গে রাগ করে সে দুই মাস আগে বাড়ি ছেড়েছিল। কিন্তু এখন বাড়ির পথ চিনে ফিরে যেতে পারছেন না।

পুলিশ জানিয়েছে, গত ১১ জুলাই কালিহাতী থানা পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিশুটিকে খুঁজে পায়। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করে পরদিন ১২ জুলাই ‘সরকারি শিশু পরিবার বালক’ টাঙ্গাইলে রাখা হয়।

সরকারি শিশু পরিবারের কর্মীরা জানান, শিশুটি তার বাড়ি কক্সবাজারের চকোরিয়া বলেছে। সে তার গ্রামের বাড়ি এবং বাবা-মায়ের নামও বলেছে। তবে তার বাড়ি আসলেই কক্সবাজার কি না, সে নিয়ে নিশ্চিত হতে পারছেন না তারা।

সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইলের উপ-তত্বাবধায়ক- হারুনুর রশিদ ঢাকাটাইমসকে বলেন, ‘সে যে তথ্য দিয়েছে সে তথ্যমতে চকোরিয়া সমাজসেবা অফিস এবং এসিল্যান্ড অফিস চেষ্টা করেছে, কিন্তু ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের পাওয়া যায়নি। তবে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে এই সরকারি কর্মকর্তা বলেন, কক্সবাজার পুলিশকে বিষয়টি তারা জানাননি, তবে অন্যভাবে চেষ্টা চলছে। সে কীভাবে টাঙ্গাইল গেছে-এই বিষয়টিও নিশ্চিত নয় বলে জানান তিনি। বলেন, ‘ও একবার বলে ‘আমি গাড়িতে চলে আসছি’, আরেকবার বলে ট্রেনে আসছি’।

শিশুটি এখন কেমন আছে-জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, ‘এমনিতে সে সুস্থ আছে, খেলাধুলাও করছে। খাওয়া দাওয়া করছে।

অসম্পূর্ণ ঠিকানা আর তার টাঙ্গাইলে আসার কাহিনি যাই হোক, শিশুটি এখন মায়ের কোলে ফিরতে উদগ্রীব হয়ে আছে। কাতর কন্ঠে সে বলে, ‘আমি মায়ের কাছে যাব, মা আমাকে নিয়ে যাও।’

শিশুটির এই কাতরতা আর তার ঠিকানা খুঁজে না পাওয়া ভাবিয়ে তুলেছে সরকারি শিশু পরিবার (বালক)কে। শিশুটির বিষয়ে কোনো তথ্য জানলে তা জানানোর অনুরোধ করেছে তারা। কেউ তার বিষয়ে কোনো তথ্য জানলে সংস্থাটির উপ-তত্বাবধায়ক- হারুনুর রশিদের (মোবাইল ফোন ০১৭৩৪ ৫১০২১২) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১৬জুলাই/আরকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :