ত্রাণ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: মন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৬:১৭

ত্রাণ নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বলেছেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোন না কেন ত্রাণ নিয়ে অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে।

রবিবার দুপুরে গাইবান্ধার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন মন্ত্রী।

মায়া বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোনো দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যন্ত সাফল্যের সাথে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’

বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সভা শেষে মন্ত্রী ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (এমপি), গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :