পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৬:২৬

পদ্মার প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল। স্রোতের তীব্রতায় চলাচলকারী ফেরিগুলোর স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন গুণেরও বেশি সময় লাগছে। যে কারণে কমে গেছে ফেরির ট্রিপ। এতে করে দৌলতদিয়া ঘাটে মহাসড়কে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, নদীতে তীব্র স্রোতের কারণে বেশির ভাগ ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

অন্য সময় একেকটি ফেরির ট্রিপ দিতে ৩০/৩৫ মিনিট সময় লাগত। সেখানে বর্তমানে প্রতি ট্রিপে একেকটি ফেরির প্রায় দেড় ঘণ্টা, কোনো কোনো সময় তার চেয়েও বেশি সময় লাগছে। ছোট ফেরিগুলো বেশি সময় নিয়ে চলাচল করলেও রোরো (বড়) ফেরিগুলো প্রতিকূল অবস্থায় চলাচল করতে বেশি সমস্যা হচ্ছে।

এছাড়া দৌলতদিয়া ঘাটের চারটি ফেরিঘাটে পানির তীব্র স্রোতের তোরে ২নং ঘাটটি ভেঙে যাওয়ার কারণে গত তিন দিন ধরে বন্ধ রেখে মেরামত করা হচ্ছে। ৩নং ঘাটের এপ্রোস সড়ক পানিতে তলিয়ে গেছে। সেখানে ইট-বালু ফেলে কোনোমতে সচল রাখা হয়েছে। আবার কখনো কখনো বন্ধ করে কাজ করা হচ্ছে।

৪নং ফেরিঘাট এলাকায় তীব্র স্রোতের কারণে ফেরি ভেড়াতে অনেক বেগ পেতে হচ্ছে। এসব কারণে ঘাট এলাকায় নদী পারের জন্য আসা যানবাহনগুলো আটকা পড়ছে। আজরোববার দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল এলাকা পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় পারাপারে অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি যানবাহন পারাপার করছে। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত নদী পারের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :