বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৯

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৭:৩৬

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে নয়জন।

রবিবার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মানিক (৪০)। তার বাবার নাম সাদেক আলী। আহতদের নাম পরিচয়ও জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৬৫) ওই স্থানে পৌঁছালে বিপরীমুখি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৩৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০জন আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০ টার দিকে ট্রাক চালক মানিক মারা যান।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :