‘দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যই সরকারকে বেশি সহায়তা করতে পারে’

প্রকাশ | ১৬ জুলাই ২০১৭, ১৯:০৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা হক বলেছেন, দেশে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে গণমাধ্যকর্মীরাই সরকারকে সব থেকে বেশি সহায়তা করতে পারে।

রবিবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে একথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শামিমা হক আরো বলেন, ডিজিটালের এই যুগে আমাদের গণমাধ্যম অনেক বেশি খবর প্রকাশ করতে পারছে। তিনি বলেন, অনেক সময় স্থানীয় প্রশাসনের কাছে খবর না থাকলেও সংবাদকর্মীদের কাছে খবর থাকে।

স্থানীয় প্রশাসন কিংবা জেলা প্রশাসনকে সহায়তার আহবান জানিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাদের সহায়তা আমাদের প্রয়োজন। কোথাও কোনো খবর থাকলে স্থানীয় প্রশাসনকে জানান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক প্রমুখ।

এর আগে দুপুরের ফরিদপুরে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এক আলোচনা সভায় অংশ নেন তিনি। সেখানে দুর্যোগ প্রবন এলাকা চরভদ্রাসন, সদরপুর, মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও ফরিদপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ইএস)