ফরিদপুরের পাঁচ উপজেলায় ঢুকছে বন্যার পানি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৯:০৪

ফরিদপুরে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে আজ বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও মধুমতি নদীতে পানি এখন বিপৎসীমার ওপরে রয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পদ্মার পানি বাড়লেও এখন পর্যন্ত জেলায় বড়ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে স্রোতের তীব্রতা বাড়ায় বিভিন্ন স্থানে নদীভাঙন দেখা দিয়েছে।

প্রকৌশলী বলেন, স্থানীয় প্রশাসনের সাথে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবসময় প্রত্যেকটি উপজেলার সাথে যোগাযোগ রাখছেন।

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন জানান, চরভদ্রাসন উপজেলার চারটি ইউপি (গাজিরটেক, চরহরিরামপুর, চরঝাউকান্দা এবং চরভদ্রাসন সদর) পদ্মা নদী দ্বারা বেষ্টিত হওয়ায় এই এলাকার সহস্রাধিক পরিবার এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। তিনি বলেন, সেখানকার যোগাযোগ ব্যবস্থা আগামী দুই/তিন দিনের মধ্যে বন্ধ হওয়ার উপক্রম হবে।

ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া পদ্মার পানি বাড়ার বিষয়ে ঢাকাটাইমসকে জানান, উত্তরে পানি কমার ফলে দেশের মধ্যে স্থানে এখন পানি প্রবেশ শুরু করেছে। তিনি বলেন, আজ (রবিবার) ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমরা ফরিদপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন ও খোঁজখবর নিয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাঙ্গে আলোচনা হয়েছে।

জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :