২০০১ সালের মতো ‘দুর্ভাগ্য’ এড়াতে চাই ঐক্য: কাদের

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২১:২৯ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ২১:২৫

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সতর্ক করে বলেছেন, ‘না হলে ২০০১ সালের মতো দুর্ভাগ্য এড়ানো সম্ভব হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিভিন্ন সময় আপনারা যেভাবে একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলেন, তা দেখে মনে হয়, বিএনপি নয়, আপনারা নিজেরাই নিজেদের বড় দুশমন। ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।’

রবিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। তবে পাঁচ বছরের শাসনামল শেষে ২০০১ সালের নির্বাচনে দলটির ভরাডুবি ঘটে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পায় ৬২টি আসন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। সেই নির্বাচনে ঐক্যবদ্ধ না থাকায় আওয়ামী লীগের ভরাডুবি হয় বলে ইঙ্গিত দেন ওবায়দুল কাদের।

কোন্দল ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘যদি বিএনপি এবং তার মিত্ররা আবার ক্ষমতায় আসে তাহলে তারা হত্যাকাণ্ড শুরু করবে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেবে এবং ২০০৪ সালের মতো গ্রেনেড হামলা চালাবে।’

তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি দলীয় নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, ‘দলীয় আদর্শ ও চেতনা থেকে বিচ্যুতি কঠোরভাবে মোকাবেলা করা হবে।’

দেশের ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং তাঁর অর্জনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু লোকের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সেগুলো ম্লান হয়ে যেতে পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের প্রতি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং নির্বাচনে যথাযথভাবে অংশগ্রহণের জন্য প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশনা দেন।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন ইস্যু সৃষ্টির জন্য বিএনপি এখন ষড়যন্ত্র করছে এবং ওই দলটি আবারো পরাজিত হবে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সামসুল হক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, নজরুল ইসলাম এমপি এবং আবু রেজা নদভী এমপি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান-এর পরিচালনায় এই সভায় আটটি উপজেলা ও পাঁচটি পৌরসভার মোট দুই হাজার ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ওয়ার্ড প্রতিনিধিরা এসভায় অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :