দিনাজপুরে ভুয়া চক্ষু চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ২১:২৮

দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

রবিবার বিকালে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ভুয়া চক্ষু চিকিৎসক দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আমজাদ চৌধুরীর ছেলে রেজাউল চৌধুরী বলে জানিয়েছে র‌্যাব। প্রথমে জনতা আটকের পর তাকে র‌্যাবের হাতে তুলে দেয়া হয়।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র রায় জানান, বেশ কয়েক দিন থেকে এলাকায় মাইকিং করার পর রবিবার সকাল থেকে কালিয়াগঞ্জ বাজারের জোবেদ আলীর ওষুধের দোকানে বসে ২০০ টাকা করে ফি নিয়ে বিভিন্ন রোগীর চক্ষু চিকিৎসার নামে প্রতারণা করছিলেন রেজাউল চৌধুরী। বিকালে দিকে সন্দেহ হলে এলাকার লোকজন তার কাছে চিকিৎসকের প্রমাণপত্র দেখতে চান। কিন্তু রেজাউল চৌধুরী চিকিৎসক হিসেবে প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয় লোকজন তাকে ধর্মপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখেন।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র রায় ওই ভুয়া চিকিৎসককে ছেড়ে দেয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব দিনাজপুর ক্যাম্পে বিষয়টি জানান। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে নিয়ে আসেন।

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর সাকিব জানান, ভুয়া চিকিৎসক রেজাউল চৌধুরীকে আটক করে দিনাজপুর শহরের বালুবাড়িতে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘লায়ন চক্ষু হাসপাতালে’ অভিযান শুরু করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলছিল।

মেজর সাকিব আরও জানান, ইতোমধ্যেই তার বেশ কিছু ভুয়া সিল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। চক্ষু চিকিৎসক সেজে রেজাউল চৌধুরী নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :