মানিকগঞ্জে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ২১:৫৩

মানিকগঞ্জ জেলা শহরে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ডাকবাংলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বেলা তিনটার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাহিদ মালেক। এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুস সালাম ও যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ।

জেলা শহরের শহীদ তপন-মিরাজ স্টেডিয়ামের পাশে জেলা পরিষদের অর্থায়নে ডাকবাংলোটি নির্মাণ করা হচ্ছে। চার কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে মেসার্স লাকী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :