মির্জাপুরে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু

প্রকাশ | ১৬ জুলাই ২০১৭, ২৩:৪৯

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা-২০১৭। 

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হো‌সেন।

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা চেয়ারম্যান মীর এনা‌য়েত হো‌সেন মন্টু, চেয়ারম্যান, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হো‌সেন সুমন, ভাইস চেয়ারম্যান মীর্জা শা‌মীমা আক্তার শিফা, এস.এম মোজা‌হিদুল ইসলাম ম‌নির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মীর শ‌রীফ মাহমুদ, চেয়ারম্যান।

মেলায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক স্টল অংশ নিয়েছে। আম, জাম, কাঁঠাল  লিচু, পেয়ারা, নারিকেল, লেবু, পেপে, জাম্বুরা, পেয়ারাসহ বিভিন্ন রকমের দেশি ফলের গাছের চারা ও বনজ ও ঔষধি গাছের চারা উঠেছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/ প্রতিনিধি/ ইএস)