বেনাপোলে সোনার বারসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১০:২৩

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে সোমবার সকালে সোনার বারসহ সেলিম হাওলাদার নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

আটক সেলিম মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়ি থানার বলয় গ্রামের শামসুল হকের ছেলে।

গত শনিবারও পৌনে তিন কেজি সোনার বারসহ রোকসনা বেগম নামে এক নারী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় রোকসনা বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ওজনের ছয়টি সোনার বার জব্দ করা হয়।

আটক সেলিমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :