৬ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের ফোল্ডিং ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১০:৪০

৬ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের নতুন একটি ফোন। ফোনটির মডেল গ্যালাক্সি এক্স। এই ফোনটিতে ২৫৬ বিল্টইন মেমোরি থাকছে। শিগিরই ফোনটি বাজারে পাওয়া যাবে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি ভাঁজ করা যাবে।

এটিই স্যামসাংয়ের প্রথম ফোন যেটাতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনটির কনসেপ্ট ভিডিও ও ছবি অনেক আগেই প্রকাশিত হয়েছিল। ফোনটি নিয়ে অনেক শোরগোল শোনা গিয়েছিল। অবশেষে এটি বাজারে আসতে বলে গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে ফোনটি আগামী মাসেই বাজারে আসবে।

স্যামসাংয়ের গ্যালাক্সি এক্স ফোনটিতে ৬ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। এটিই বিশ্বের দ্বিতীয় ফোন যেটাতে ফোরকে রেজুলেশন সম্বলিত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর আগে সনির এক্সপেরিয়া এক্স জেড প্রিমিয়াম ফোনটিতে ফোরকে রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর, ৬ জিবি র‌্যাম এবং ১২৮/২৫৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাংয়ের নতুন ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে। এর ফ্রন্ট ক্যামেরাও হবে ২৪ মেগাপিক্সেলের।

ফোনটির প্রত্যাশিত মূল্য হতে পারে ৭০ হাজার রুপি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা