ক্রিকেটার সানির জামিন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৩:২৮ | আপডেট: ১৭ জুলাই ২০১৭, ১৩:৩০

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

যৌতুকের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি সোমবার আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন মঞ্জুর করেছে আদালত। এদিন সকালে তিনি ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে বিচারক তার এই জামিন মঞ্জুর করেন।
এর আগে একই আদালত রবিবার আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করে মামলাটিতে তার বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চলতি বছর ২৩ জানুয়ারি আদালতে সানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সানির স্ত্রী বলে পরিচয় দেয়া নাসরিন সুলতানা। 
মামলায় বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন সুলতানার সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি এবং শারীরিক নির্যাতন করা হয়। 
২০১৬ সালের ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেওয়ার কথা বললে সানি যৌতুকের টাকার জন্য ফের চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি বাদির কাছে ২০ লাখ টাকা যৌতুকের টাকা দাবি করেন সানি।
(ঢাকাটাইমস/১৭ জুলাই/প্রতিনিধি/এসইউএল)