গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৬৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:৫৬ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৩:৪২

স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে অভিযান চালিয়ে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি ও প্রক্রিয়াজাতকরণ চক্রের ৬৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ বাহিনী।

ইউরোপোল জানায়, এই চক্রটি সারা ইউরোপে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। এসব মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়।

ইউরোপের আটটি দেশে প্রায় চার বছর ধরে তদন্তের পর অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হলো।

ইউরোপোলের কর্মকর্তারা জানান, ২০১৩ সালে আয়ারল্যান্ডে প্রথমে সন্দেহ থেকে পরীক্ষা করে দেখা গিয়েছিল যে, সেখানে আসলে গোমাংসের নামে আসলে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। তখন সেখানে ঘোড়ার মাংস দিয়ে তৈরি বিফ বার্গার বাজারে বিক্রি করা হচ্ছিল।

সেই সময়ে এক ব্যবসায়ীর ক্লু নিয়েই এই তদন্তের শুরু। তদন্তকারী কর্মকর্তারা এও দেখেছেন যে, খুবই বৃদ্ধ ও অসুস্থ ঘোড়াকে বিক্রির জন্যে স্পেন ও পর্তুগালে জবাই করা হচ্ছে এবং বিক্রির জন্যে বেলজিয়ামে পাঠানো হচ্ছে।

এই চক্রের এক হোতা ডাচ ব্যবসায়ী, যিনি বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন। ওই ব্যক্তি স্পেন থেকে বিশ্বস্ত প্রতিনিধিদের মাধ্যমে সারা ইউরোপে ঘোড়ার মাংসের ব্যবসা পরিচালনা করতেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে পশু নির্যাতন, দলিলপত্র জাল করা, জননিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গ করা, অর্থ পাচার এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।

স্পেন পুলিশ গত এক বছর ধরে এই তদন্ত চালাচ্ছিল। তাদেরকে সহযোগিতা করেছে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, রোমানিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের পুলিশ।

বলা হচ্ছে, যেসব ঘোড়ার খুব খারাপ অবস্থা বা খুব বেশি বয়স হয়ে গেছে, সেগুলোকে গোপনে দুইটি কসাইখানায় জবাই করা হত। তারপর সেই মাংস প্রক্রিয়াজাত করে পাঠানো হত বেলজিয়ামে। বেলজিয়ামই ঘোড়ার মাংস রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় দেশ। বিভিন্ন অপরাধী গ্রুপের মাধ্যমে এই ব্যবসা পরিচালিত হত। ঘোড়ার মাংসের জন্যে ইউরোপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ফ্রান্স ও ইতালি। তবে গরুর মাংসের ব্যবসার তুলনায় এই বাজার খুবই ছোট।

(ঢাকাটাইমস/১৭জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :