আশুলিয়ায় জঙ্গি অভিযান: র‌্যাবের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৬:২৮

সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে সারোয়ার তামিম গ্রুপের চারজনকে আটকের ঘটনায় নাশকতা ও অস্ত্র আইনে একটি মামলা করেছে র‌্যাব।

ওই জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্তির ২৪ ঘণ্টা পর সোমবার বেলা দ্ইুটার দিকে র‌্যাবের পক্ষে মামলাটি করেন ডিএডি শরিফুল ইসলাম খান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, আশুলিয়ার চৌরাবাড়ী এলাকায় ইব্রাহিম নামের একজনের বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় আজ পাঁচজনকে আসামি করে মামলা করেছে র‌্যাব।

এদিকে বাড়ির মালিক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব-৪ এর কমান্ডার আব্দুল হাকিম। জঙ্গি অভিযান পরিচালনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। জঙ্গি আস্তানার বাড়িটি এখন র‌্যাব ঘিরে রেখেছে বলে জানা গেছে।

গত শনিবার আশুলিয়ার চৌরাবাড়ী এলাকার বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে সারোয়ার তামিম গ্রুপের চার জঙ্গিকে জীবিত আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। পরে সেগুলো খোলা জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :